কালকিনিতে তিন গুণী প্রধান শিক্ষক এবং দুইজন গুণী শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

মাদারীপুর জেলার কালকিনি উপজেলা প্রশাসন বিদায়ী শিক্ষকদের সম্মানার্থে প্রথমবার এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। কালকিনি উপজেলার পাঁচজন গুণী শিক্ষককে সম্মান এবং ক্রেস্ট প্রদান করেছেন কালকিনি উপজেলা প্রশাসন। প্রধান শিক্ষকরা হলেন যথাক্রমে বিএম হেমায়েত হোসেন, প্রধান শিক্ষক" কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমী", আব্দুল কুদ্দুস,প্রধান শিক্ষক "কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়", ফজলুর রহমান, প্রধান শিক্ষক "মিয়ার হাট উচ্চ বিদ্যালয়"এবং কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান এবং সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান। কালকিনি উপজেলা শিক্ষা ক্ষেত্রে এই পাঁচজন গুণী শিক্ষকের অবদানের কথা বলে শেষ করা যাবে না। এই পাঁচজন গুণী শিক্ষক তাদের জীবনের বেশিরভাগ সময় কালকিনি উপজেলার শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন নিয়ে ভেবেছেন। তাদের এই অবসরজনিত বিদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে অশ্রুসিক্ত কালকিনি উপজেলার সকল শিক্ষক মহল। কালকিনি উপজেলা সকল শিক্ষক মহল এবং কালকিনি উপজেলা প্রশাসন কর্তৃক আজ(২৩-০৫-২০২৫) এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় কালকিনি উপজেলা অডিটোরিয়াম ভবনে। এই পাঁচজন গুণী শিক্ষকের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছেন কালকিনি উপজেলার সর্বস্তরের জনগণ।

May 24, 2025 - 06:05
 0  5
কালকিনিতে তিন গুণী প্রধান শিক্ষক এবং  দুইজন গুণী শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
কালকিনিতে তিন গুণী প্রধান শিক্ষক এবং দুইজন গুণী শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0